চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক
চাল আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্য দাম পায় সে জন্য চাল আমদানির ওপর ১০ শতাংশ ডিউটি ইমপোজ করা হয়েছে। রবিবার থেকেই তা কার্যকর হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার বিকেলে সংসদীয় কমিটির সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
অপর এক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, নতুন কোন রোড (সড়ক) হবে না, শুধু পুরনো রোড রিপেয়ার (মেরামত) করে শক্ত করা হবে। আমি মনে করি বাংলাদেশের যে ডেনসিটি (জনসংখ্যার ঘনত্ব) আছে, সে অনুযায়ী যথেষ্ট রোড রয়েছে।
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি, স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় কমিটি, অর্থ বিষয়ক সংসদীয় কমিটি ও পরিকল্পনা বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে এ আলোচনা হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শামসুল হক টুকু প্রমুখ।
মন্তব্য চালু নেই