চার বছর পর ইমনের বিয়ের ছবি

মডেল ও অভিনেতা ইমন বিয়ে করেছিলেন ২০১০ সালে। পারিবারিক ভাবেই তিনি বিয়ে করেন। তার স্ত্রীর নাম আয়েশা ইসলাম আশা। তিনি একজন ফ্যাশন ডিজাইনার।  কিন্তু নানা কারণেই বিয়ের বিষয়টা এতদিন অতি গোপনে রেখেছিলেন বাংলা চলচ্চিত্রের এ তরুণ নায়ক।

তবে হুট করেই ১৪  ফেব্রুয়ারি ইমন  তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের বিয়ের ঘোষণা দেন।  অন্যদিকে ১৫ ফেব্রুয়ারি তাদের বিবাহবার্ষিকী উপলক্ষেও অপর একটি ফেসবুক স্ট্যাটাসে তার স্ত্রী আয়েশা ইসলামকে শুভেচ্ছা জানান।

ইমন বর্তমানে বান্দরবানে পদ্মপাতার জল ছবির শ্যুটিংয়ে আছেন। তিনি ২০ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন।

ইমন বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। আমাদের জীবন যেন সুন্দরভাবে কাটে।’ nwjlvfi8



মন্তব্য চালু নেই