চার ট্রলারসহ ৪০ জেলে অপহরণ, মাছ লুট

বঙ্গোপসাগরের সোনারচর এলাকা থেকে মুক্তিপনের দাবিতে ৪ ট্রলারসহ ৪০ জেলেকে অপহরণ করেছে কুখ্যাত বনডাকাত রাজু বাহিনীর সদস্যরা। এ সময় জেলেদের মারপিট করে মাছধরা জাল ও সরঞ্জামসহ বিপুল পরিমান ইলিশ মাছ লুটে নেয় তারা।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে সাগরের সোনারচর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেদের বাড়ি বরগুনার পাধরঘাটা ও চট্টগ্রামে।
বাগেরহাটের শরণখোলা মৎসজীবি সমিতির সভাপতি আবুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে সাগরের সোনারচর এলাকায় মাছ ধরার সময় দুদফা হামলা চালিয়ে রাজু বাহিনীর সদস্যরা মুক্তিপনের দাবিতে ৪টি ট্রলারসহ ৪০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
এদেকে বৃহস্পতিবার সন্ধায় ডাকাতির প্রস্তুতিকালে বনডাকাত রাজু বাহিনীর ২ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।



মন্তব্য চালু নেই