চার অপহরণকারী আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

নাটোরের সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। বুধবার রাতে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকা থেকে সবুর নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকি ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের দেয়া স্বীকারোক্তিতে শহরের মল্লিকহাটি এলাকার একটি আমবাগান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের নাটোর প্রেস ক্লাবে হাজির করে সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর কামরুজ্জামান জানান, দয়ারামপুরের ঠিকাদার ও ব্যবসায়ী সাদমান মার্কেটের মালিক শফিকুল ইসলামের ছেলে এসএসসি ফলপ্রার্থী সাদমান চলতি গত ১৮ এপ্রিল একই এলাকার সোনাপুর থেকে অপহৃত হয়। দুদিন পর ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরনকারীরা তাকে নাটোর পিটিআই মোড়ে ছেড়ে দেয়। দু একদিনের মধ্যে অপহরনকারীদের আরো ২৫ হাজার টাকা দেয়ার চুক্তি হয়। সাদমানের দেয়া তথ্য মোতাবেক র‌্যাব তার বন্ধু একই এলাকার এসএসসি ফলপ্রার্থী আব্দুস সবুরকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকা থেকে আটক করে। পরে সবুরের দেয়া তথ্য মতে নাটোর শহরের সদর হাসাপাতাল এলাকা থেকে সাইফুল ইসলাম শামীম এবং সদর উপজেলার ছাতনী এলাকা থেকে দলনেতা সোহেল রানা ও সাইদুল শেখকে র‌্যাব আটক করে।
এ সময় র‌্যাব অপহরণের কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।  আটকৃতদের বিরুদ্ধে বাগাতিপাড়া ও নাটোর থানায় অপহরণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


মন্তব্য চালু নেই