চাটমোহর ব্যবসায়ী সমিতি নির্বাচনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ॥ প্রতীক বরাদ্দ

পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রার্থীরা প্রতীক পেয়ে মাঠ চুষে বেড়াচ্ছেন। গত রবিবার রাত ৮ টার দিকে চাটমোহর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে প্রতীক বরাদ্দ হয়।

এ নির্বাচনে সভাপতি পদে হাজী মোঃ মোজাম্মেল হক পেয়েছেন (ছাতা), সাইদুল ইসলাম কিসলু পেয়েছেন (আনারস), কেএম বেলাল হোসেন স্বপন (চেয়ার) প্রতীক পেয়েছেন।
সহ সভাপতি পদে মোঃ জিয়ারুল হক শিন্টু (কাপ পিড়িচ), আব্দুল বারী (হরিণ) প্রতীক পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোখলেছুর রহমান বিদ্যুৎ (মাছ), আব্দুল মুত্তালিব (মোরগ) প্রতীক পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোখলেছুর রহমান পেয়েছেন কবুতর এবং আসাদুজ্জামান লেবু পেয়েছেন (আম), প্রচার সম্পাদক পদে নুরুল হক ভূট্রো (বাল্ব) এবং নজরুল ইসলাম পেয়েছেন (কলস), সমাজ কল্যান সম্পাদক পদে শহীদুল ইসলাম (বই) ও রবিউল করিম গোলাপ (ফুল) প্রতীক পেয়েছেন।

আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে। মোট ভোটার ৮৫৫টি। কয়েকটি পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



মন্তব্য চালু নেই