চাটখিল কলেজে সিএসএফডি’র ক্যারিয়ার কাউন্সিলিং ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী জেলার চাটখিল পাঁচগাঁও মাহাবুব সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে সকালে চাটখিল স্টুডেন্টস ফোরাম অব ঢাকা (সিএসএফডি) ক্যারিয়ার কাউন্সিলিং ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে।
সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, চাটখিল থানা অফিসার ইনচার্জ নাছিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান বজলুল করিম বাবুল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।
পরে জঙ্গীবাদ বিরোধী এক র্যালি কলেজ ক্যাম্পাস সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
মন্তব্য চালু নেই