চাটখিলে সন্ত্রাসী হামলায় শিক্ষক গুরুত্বর আহত হাসপাতালে ভর্তি

চাটখিলে সন্ত্রাসী হামলায় উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের সিদ্দিক উল্যা মাষ্টারকে গুরুত্বর আহত অবস্থায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, কর্তব্যরত ডাক্তার আহতের অবস্থা আশংকা জনক বলে জানান।

চাটখিল থানার অভিযোগের মাধ্যমে জানা যায় সকালে সিদ্দিক উল্যা মাষ্টার তার পশ্চিম ফতেপুর মাছের প্রজেক্ট দেখাশুনা করতে গেলে, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের সন্ত্রাসী মোতাহের হোসেন (২২), আমির হোসেন (৫৫), মনির হোসেন (২০), পিচন থেকে লোহার রড, সাইনিজ কুড়াল, দামা, দা, চেনি, লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করলে তার সৌর চিৎকারে এলাকার রুবেল হোসেন, আনিছুর রহমান, আমির হোসেন, শহিদুল ইসলাম সহ লোকজন মিলে রক্তাক্ত অবস্থায় সিদ্দিক উল্যা মাষ্টারকে উদ্ধার করে, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সিদ্দিক উল্যা মাষ্টারের ছেলে সহিদুল ইসলাম জানান আমার বাবার পজেক্ট দখলের জন্যে সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে নানাহ্ পাঁয়তারা করে আসছে। এ ব্যাপারে চাটখিল থানার এসআই মহসিন সরকারের মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই