চাটখিলে দাওয়াতুল ঈমান দাখিল মাদ্রাসা জেডিসি সরকারি বৃত্তিতে বর্ষসেরা

এম.এ আয়াত উল্যা, জেলা প্রতিনিধি নোয়াখালী: চাটখিল আফসারখিল দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান দাখিল মাদ্রাসা এ বছর জেডিসি সরকারি বৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছে। জেডিসিতে সরকার ঘোষিত ফলাফল অনুযায়ী ট্যালেন্টফুলে ৩ জন বৃত্তি পেয়েছেন।

তারা হলেন আবদুল মোতালেব ফয়সাল, ফখরুল ইসলাম, আরিফ হোসেন রনি। সাধারন বৃত্তি পেয়েছেন ৩ জন, তারা হলেন ওসমান গনি নোমান, সায়মা জাহান, সায়েম ইবনে কামাল। তাছাড়া মোট ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে অন্যান্য সবাই এ গ্রেডে পাস করায়, এ বছর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এই মাদ্রাসাটি।



মন্তব্য চালু নেই