চাটখিলে গ্যাস সংকটে শত শত পরিবার না খেয়ে দিন কাটছে
নোয়াখালী চাটখিল উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিদিন গ্যাস সংকটে হাজারো গ্রাহকের হাঁহাকার। প্রতিদিন সকাল ৬টার থেকে রাত ১০.০০ টার ভিতরে গ্যাস থাকে না হাজারো গ্রাহকের চুলায়। এক ইঞ্চি লাইন ব্যবহার করে দূর্ভোগে ভূগছে পৌরসভার দক্ষিণ ও পশ্চিমের হাজারো গ্রাহক। গ্যাস না থাকার ফলে শত শত পরিবার না খেয়ে দিন কাটছে। কেউ আবার প্রতিদিন বাজার থেকে খাবার কিনে খাচ্ছে। বাচ্চারা না খেয়ে যেতে হচ্ছে স্কুলে। এলাকার সমস্যা হয়ে উঠছে গ্যাস সমস্যা। এলাকার ভূক্তভোগী গ্রাহকরা এমন পরিস্থিতির কথা পেট্রো বাংলার গ্যাস অফিসে জানিয়ে কোন ফল পায়নি।
অফিসে কর্তৃপক্ষ তাদের জানান, এমন সমস্যা সাধারণত হয়ে থাকে। কিন্তু ভূক্তভোগী বলছে, রাতে কিছু অংশ গ্যাস থাকলেও দিনের বেলায় মোটেও থাকে না। তারা আরও জানান এমন সমস্যা গ্যাস অফিস থেকেই করা হচ্ছে। এ কারনে এলাকার জনগণ তীব্র ক্ষোভে ফুসে উঠছে। এতে প্রশাসন এ নিয়ে কোন মাথা ঘামাচ্ছে না। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ভূক্তভোগী সামছুন নাহার জানান, রান্নার সময় গ্যাস না থাকলে গ্যাসের প্রয়োজন কী?
মন্তব্য চালু নেই