চাকরির শেষ দিনে হলেন সচিব
চাকরির শেষ দিন সোমবার জনপ্রশাসনের এক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব আনোয়ার ফারুককে গত ১৬ ফেব্রুয়ারি একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়। পদোন্নতি দিয়ে আজ তাকে সচিব করা হলো।
ওই আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় সোমবার বিকেল পৌনে পাঁচটায়। এ দিন ছিল ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনোয়ার ফারুকের চাকরির শেষ কর্মদিবস।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আনোয়ার ফারুককে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলো।
নিয়ম অনুযায়ী, জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রথমে ওএসডি করা হয়। পরে আলাদা আদেশে পদায়ন করা হয়। কিন্তু আনোয়ার ফারুক ১ মার্চ অবসর নিচ্ছেন। তাকে আর পদায়ন করা হয়নি।
জনপ্রশাসনে কর্মরত বেশির ভাগ সচিবই ১৯৮২ বিসিএস ব্যাচের। ১৯৮৪ বিসিএস ব্যাচের বেশ কয়েক কর্মকর্তাও সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
মন্তব্য চালু নেই