‘চাকরিতে ৩৫ চাই’ দাবিতে শাহবাগে অবস্থান, আটক ১২

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে চাকরিপ্রার্থীরা।

শুক্রবার এই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান গ্রহণ করে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে বেলা ৩টায় এই কর্মসূচি শুরু হয়। বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর অংশগ্রহণে শাহবাগে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তি ‍মুখে পড়েন যাত্রীরা।এক পর্যায়ে পুলিশ তাদের তাড়িয়ে দিতে শক্তি প্রয়োগ করে।গ্রেপ্তার করা হয় অন্তত ১২ জনকে।

এর আগে কর্মসূচিতে অংশ নেযা কয়েকজন চাকরিপ্রার্থী বলেন, তাঁরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। গড় আয়ু যখন ৪৫ বছর ছিল, তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭। গড় আয়ু যখন ৫০ ছাড়াল, তখন প্রবেশের বয়স ৩০ করা হলো। এখন গড় আয়ু প্রায় ৭১। এ ছাড়া সেশনজটসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা পাস করেও বের হতে পারেন না। অবসরের বয়সও দুই বছর বাড়ানো হয়েছে। বিদেশের কোনো কোনো দেশেও চাকরির প্রবেশের বয়স বেশি। এসব বিবেচনায় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো উচিত। এই দাবিতে তাঁরা গত প্রায় তিন বছর ধরে আন্দোলন করে আসছেন।



মন্তব্য চালু নেই