চাঁদপুরে ৮৫ মণ জাটকা জব্দ
চাঁদপুরে পৃথক অভিযানে ৮৫ মণ জাটকা ও ৩৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাতে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালান হয়। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সম্রাট থেকে জাটকাগুলো জব্দ করা হয়। অপরদিকে হরিনা ফেরিঘাট এলাকা থেকে ৩৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, জাটকাগুলো শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা ও গরীব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।