মেহেরপুরে স্থলবন্দর করার দাবিতে মানববন্ধন

মেহেরপুর জেলায় স্থলবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ‘মেহেরপুর স্থলবন্দর আন্দোলন বাস্তবায়ন ফোরাম’। শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলার সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মেহেরপুর একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলায় বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়েছিল। এছাড়া মেহেরপুরে স্থলবন্দর স্থাপন করা হলে ব্যবসা-বাণিজ্য প্রসার হবে। একইসঙ্গে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে শত শত বেকার যুবক। তারা বলেন, হাজার হাজার শিক্ষিত বেকার যুবক চাকরির অভাবে দ্বারে দ্বারে ঘুরছে। স্থলবন্দরের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।


মন্তব্য চালু নেই