চলুন, দেখে আসি পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি ‘অ্যান্টিলা’র অন্দরমহল
সাতাশ তলা এই বাড়ি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
লবি: লবিতে রয়েছে ন’টি লিফট। এখান থেকে সিঁডি় নেমে গিয়েছে বলরুমের দিকে।
বল রুম: বল রুমের ছাদে আশি শতাংশ ঢেকে রেখেছে স্ফটিক দিয়ে তৈরি ঝাড়বাতি।
বাথরুম: বিশ্বের বিলাসবহুল বাথরুমগুলোর যাবতীয় সুযোগসুবিধাকে এখানে ঢেলে নেওয়া হয়েছে সনাতন ভারতীয় শিল্পের ধাঁচে।
অ্যান্টিলায় লাউঞ্জ রয়েছে অজস্র। ঝাড়বাতি, আয়না আর দামি ভারতীয় কার্পেটে সুশোভিত এই সব লাউঞ্জ।
আদুনিক লাউঞ্জ: ঘরে ঢুকলেই স্থিরতা ও চলমানতায় এমন এক সংমিশ্রণ চোখে পড়বে যা পৃথিবীর অন্য কোনও বাড়িতে বিরল।
বিনোদনের বন্দোবস্ত: নিজের বাড়িতেই পুরোদস্তুর একখানা সিনেমা হল বানিয়ে নিয়েছেন অম্বানি। সঙ্গে রয়েছে পানাহারের যথেষ্ট বন্দোবস্ত।
স্বাস্থ্য চর্চার বন্দোবস্ত: সুইমিং পুল, জিম, যোগব্যায়াম ও নাচের স্টুডিও, জুস বার— স্বাস্থ্যরক্ষার জন্য কী নেই অ্যান্টিলায়?
গ্যারাজ: বাড়ির নীচের দিকের ছ’টি তলাই রাখা হয়েছে অম্বানি পরিবারের সদস্য, তাঁদের অতিথি আর কর্মচারীদের গাড়ি পার্ক করার জন্য।
ছাদ: খোলামেলা এই ছাদে উঠলে পাখির চোখ দিয়ে একনজরে দেখে নিতে পারেন গোটা মুম্বই শহর ও আরব সাগরের কিনারা।
মন্তব্য চালু নেই