চলমান পরিস্থিতি বাজেটে প্রভাব ফেলবে

চলমান পরিস্থিতির প্রভাব শুধু বাজেটের ওপর নয় সবকিছুতেই পড়বে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সচিবালয়ে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক সহিংসতার ফলে, বাজেট ও জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে সংশোধন করা হতে পারে।’

জিডিপির লক্ষ্যমাত্রা কমবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিডিপির লক্ষ্যমাত্রা কমবে।’ দেশের চলমান সহিংসতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শত্রু বলেও আখ্যায়িত করেন তিনি।

তিনি বলেন, ‘এসব কাজ স্টুপিড ছাড়া কেউ করতে পারে না।’



মন্তব্য চালু নেই