চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে গেল ৪ বছরের শিশু! (ভিডিও)

আর্কানসাসের রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছেন এক ফায়ার সার্ভিস কর্মী। তার বেশ সামনে একটি মিনি বাস ছুটছে। তার গাড়ির ড্যাশ বোর্ডে একটি ক্যামেরা লাগানো ছিল। ওটা সচল ছিল সব সময়ের জন্য। ওই ক্যামেরাইতেই ধরা পড়লো গা হিম করা ঘটনা।

হঠাৎ করেই তিনি দেখলেন, ওই বাসের পেছনের দরজা দিয়ে ছোট্ট একটি শিশু পড়ে গেলো। দ্রুত গাড়ি নিয়ে শিশুটির কাছে পৌঁছলেন তিনি। নেমে দেখলেন, ছোট্ট এক শিশু। পরে জানলেন, মাত্র ৪ বছর বয়স। প্যারামেডিক্স ডেকে আনলেন ৫ মিনিটের মধ্যে। হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হলো।

পরে তার মা জানান, তার মুখের হাড় ভেঙে গেছে। সেখানে সার্জারির প্রয়োজন। তবে চিকিৎসক বলেছেন, বাচ্চাটি ভালো হয়ে যাবে। এ ঘটনায় ওই মিনি বাসের চালকের কোনো দোষ নেই বলেই জানান মা। এ নিয়ে আর কথা বলেও লাভ নেই। তারচেয়ে বরং মেয়েটির সুস্থতার জন্য প্রার্থনায় মন দিতে চান।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই