চলতি মাস জুড়ে সারাদেশে টানা বৃষ্টির সম্ভাবনা
দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় চলতি মাসের শেষ পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো। পাশাপশি আরও বলা হচ্ছে- আগস্টের শুরুর দুই-একদিন বাদে আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে।
আজ রবিবার দিনভর আকাশ মেঘাছন্ন থাকার কথাও জানিয়েছে আকু ওয়েদার। আবহাওয়ার পূর্বাভাসে তারা আরও বলছে, সূর্যের দেখা না মিললে রাতে রাজধানীর তাপমাত্রা ২৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
এ ব্যাপারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালে দফায় দফায় বৃষ্টিপাত হলেও বিকেল থেকে বর্ষণের মাত্রা বাড়বে।
অধিদপ্তর আরো জানিয়েছে, রবিবার সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে। এর ফলে আরো পাহাড় ধস দেখা দিতে পারে চট্টগ্রাম ও সিলেটে।
অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সীতাকুণ্ডে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাতের কথা। এছাড়া কুমিল্লায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মন্তব্য চালু নেই