চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি হওয়ার আশঙ্কা ৪০ হাজার কোটি
২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থনীতিতে কোনো উদ্বেগ নেই, আছে শুধু অস্থিরতা। একই সঙ্গে অর্থনীতিতে নেই কোনো চাঞ্চল্য, নেই কোনো ধরনের গতি। শুধুই স্থবিরতা।
রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসের পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।
সিডিপির গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বিশিষ্ট এ অর্থনীতিবিদ বলেন, ‘চলতি অর্থবছরে বড় ধরনের রাজস্ব ঘাটতি হবে। যা প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো হতে পারে।’ আর এ জন্য তিনি অস্থিতিশীলতাকেই দায়ী করেছেন।
উল্লেখ্য, চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
মন্তব্য চালু নেই