চরভদ্রাসনে প্রবল বর্ষনে নতুন নতুন এলাকা প্লাবিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গত তিন দিনের প্রবল বর্ষনে বিস্তর্ন এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে ধান, পাট, তিল ও সবজি মাঠ রয়েছে। উপজেলারটির চরঝাউকান্দা ইউনিয়ন, চরহরিরামপুর, গাজীরটেক ও সদর ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবনের শিকার হয়েছে। ভাবি বর্ষন অব্যাহত থাকলে আগামী দু’একদিনের মধ্যে ফসলী মাঠের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। উপজেলার চরঝাউকান্দা, চরহরিরামপুর ও গাজীরটেক ইউনিয়নের আউশ, আমন ধানী জমি, পাট ও তৈলবীজ তিল ফসল মাঠী জমিগুলো প্লাবিত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন।

উপজেলা চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল বারী দীপু জানান, আগামী কয়েক দিন ভারী বর্ষন অব্যাহত থাকলে ফসলী মাঠের ব্যাপক ক্ষতি হতে পারে। এদিকে গত দু’দিনের ভারী বর্ষনে উপজেলার শ্রমজীবিরা কর্মহীন হয়ে পড়েছে এবং জনভোগান্তি বাড়ছে।

বি.এস. ডাঙ্গী গ্রামের শ্রমিক আজাহার সেক জানায়, প্রতিদিন সাড়ে ৩শ’ টাকা করে ধান ও পাটের ক্ষেতে কামলা দিয়ে আসছিলাম, প্রবল বর্ষনে ফসলী মাঠ প্লাবিত হওয়ায় ঘরে বসে দিন কাটাচ্ছি। এ দিকে জেলা আবহওয়া অফিস সূত্রে জানাগেছে, জৈষ্ঠ্যর শেষ আর আষারের শুরুর এই বৃষ্টির আনাগোনা আপাতত বজায় থাকবে।



মন্তব্য চালু নেই