পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনা প্রমাণিত হওয়ায়

চবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রকের কারাদণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনা প্রমাণিত হওয়ায় চবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জিএম লতিফসহ ৩ কর্মকর্তাকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত ।

অভিযুক্ত অপর দুই কর্মকর্তা হলেন, সাবেক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবীবুর রহমান ও চবির তৎকালীন সেকশন অফিসার নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আতাউর রহমান-এর আদালত এই রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৮৬ ও ১৯৯৩ সালে অনুষ্ঠিত এলএলবি পরীক্ষায় অকৃতকার্য ৫৩ জন পরীক্ষার্থীকে কৃতকার্য দেখিয়ে ফলাফল ঘোষণা করা হয়।

এই ঘটনায় ১৬/১১/৯৭ ও ১৭/১১/৯৭ সালে চট্টগ্রামের হাটহাজারী থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
দুদকের তৎকালীন পরিদর্শক নুরুল হুদা আজাদ মামলা দুটি দায়ের করেছিলেন।



মন্তব্য চালু নেই