পরীক্ষায় জালিয়াতি

চবি’র পরীক্ষা নিয়ন্ত্রকসহ ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এল এল বি ফাইনাল পরিক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া মামলায় চবি’র তৎকালীন পরীক্ষা নিয়ন্ত্রক জি এম লতিফসহ ৩ কর্মকর্তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। অভিযুক্ত অন্য দুইজন হলেন-চবি’র তৎকালিন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান, তৎকালীন সেকশন অফিসার নাসির উদ্দিন।

মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আতাউর রহমানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ।

আদালত সূত্র জানায়, ১৯৮৬ ও ১৯৯৩ শিক্ষা বর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য ৫৩ শিক্ষার্থীকে জালিয়াতির মাধ্যমে পাস করিয়ে দেন দণ্ডিতরা। এঘটনায় ১৯৯৭ সালের ১৬ ও ১৭ নভেম্বর দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন পরিদর্শক নুরুল হুদা হাটাহাজারী থানায় দণ্ডিতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। মামলার বিভিন্ন সাক্ষ্য প্রদান শেষে আদালত এ রায় দেন।



মন্তব্য চালু নেই