চবি’তে ইতিহাসে প্রথমবারের মত নারী উপ-উপাচার্য নিয়োগ
সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী অধ্যাপক হিসেবে নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতার।গত বছরের ১৫ জুন থেকে এ পদটি শূন্য ছিল।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপ-উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ অনুসারে বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতারকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।”
অধ্যাপক ড. শিরীণ আখতার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,”বিশ্ববিদ্যালয় থেকে সেশনজট দূর করা আমার প্রধান চ্যালেঞ্জ।ছাত্র-শিক্ষক সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে যথাসাধ্য কাজ করে যাব।”
মন্তব্য চালু নেই