চন্দন সরকার হত্যার প্রতিবাদে বার কাউন্সিলের সপ্তাহব্যাপী কর্মসূচি

অ্যাডভোকেট চন্দন কুমার সরকারকে গুম ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্যদিনগুলোতে এ কর্মসূচি পালিত হবে।
প্রতিবাদ কর্মসূচিতে রয়েছে: ১১ মে রোববার বিক্ষোভ মিছিল, ১২ মে সোমবার মানববন্ধন, ১৪ মে মঙ্গলবার সারাদেশে সকল বারে মৌন মিছিল এবং সুপ্রীমকোর্ট বার এ্যাসোসিয়েশন থেকে প্রেসক্লাব পর্যন্ত মৌন মিছিল, ১৫ মে বৃহস্পতিবার প্রতিকী অনশন।
এর আগে গত ২ মে অ্যাডভোকেট চন্দন সরকার হত্যার প্রতিবাদে বাংলাদেশ বার কাউন্সিল এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করে। আজ বৃহস্পতিবার প্রতীকী অনশনের মধ্যদিয়ে এক সপ্তাহের কর্মসূচি শেষ হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল আইনজীবী চন্দন সরকার এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর গত ৩০ম এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে অপহৃতদের মৃতদেহ উদ্ধার করা হয়।



মন্তব্য চালু নেই