চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী হল থেকে ৬টি পেট্রোল বোমা উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে ৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে হলের ১২২ নম্বর কক্ষ থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন চৌধুরী জানান, সোহরাওয়ার্দী হলের উক্ত কক্ষটি দীর্ঘদিন সিলগালা ছিল। বৃহস্পতিবার সকালে হলের এক কর্মচারী কক্ষটি পরিষ্কার করতে গিয়ে একটি ব্যাগে ৬টি পেট্রোল বোমা দেখতে পায়। পরে পুলিশ গিয়ে পেট্রোল বোমগুলো উদ্ধার করে। ১২২ নম্বর কক্ষটি এক শিবির নেতার ছিল বলে জানা যায়।

গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও শিবিরের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে সোহরাওয়ার্দী হলে পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল বোমা, ককটেল উদ্ধার করে। ঘটনার পরদিন ২৬ আগস্ট থেকে সোহরাওয়ার্দী হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চারমাস বন্ধ থাকার পর ২৩ নভেম্বর হলটি খুললেও ১২২ নম্বর কক্ষটি সিলগালা ছিল।এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে।



মন্তব্য চালু নেই