চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ধর্মঘট

১১ দফা দাবিতে আগামী রবিবার ১৫ফেব্রুয়ারি থেকে লাগাতার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে চ.বি ছাত্রদল। চ.বি ছাত্রদলের সভাপতি আমিনুল ইস্লাম

তৌহিদ, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা, রাজনৈতিক কর্মক্যান্ডের উপর

নিষেধাজ্ঞা তুলে নেয়া, বটতলী থেকে পুনরায় ট্রেন চালু করা ,শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা,ছাত্রলীগের নিয়োগ বানিজ্য বন্ধ করা ,বৈধ শিক্ষার্থীদের হলে উঠতে দেয়া ,পূর্ণ আবাসিক ব্যাবস্থা নিশ্চিত করা ,বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, ছাত্রলীগের যৌন হয়রানি ,ইভটিজিং বন্ধ করে ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ এর নির্যাতন বন্ধ করাসহ শিক্ষক নিয়োগে দলীয় প্রভাব মুক্ত করে মেধাবীদের নিয়োগ দেয়া  এসব বিভিন্ন দাবীতে অবরোধের ডাক দেয় ছাত্রদল।

উল্লেখ্য গত ৪ ও ৫ ফেব্রুয়ারি এক দাবিতে ধর্মঘট ডেকেছিল চ.বি ছাত্রদল। দাবি পুরণ না হওয়াই লাগাতার ছাত্র

ধর্মঘটের ডাক দিয়েছে চ.বি ছাত্রদল। বিজ্ঞপ্তিতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল নেতাকর্মীদের সাধারন ছাত্র-ছাত্রীদের কে সাথে নিয়ে সর্বাত্মক ধর্মঘট পালনেরআহবান জানান নেতারা।



মন্তব্য চালু নেই