চট্টগ্রাম নগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান

নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। ১৫ জুন সোমবার বেলা পৌনে ১২টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। তাদের সঙ্গে রয়েছে সিএমপির একটি দল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘পৌনে ১২টা থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দেওয়ানহাটের ওভারব্রীজের উপর থেকে বিলবোর্ড উচ্ছেদ করা হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের করা তালিকায় নগরীতে বৈধ বিলবোর্ড ছয় হাজার ৪৮৫টি আর অবৈধ বিলবোর্ড ৪২২টি। এই তালিকা অনুসারেই উচ্ছেদ অভিযান চলছে।



মন্তব্য চালু নেই