চট্টগ্রাম আদালতে যমুনা টিভির উপস্থাপক ও রিপোর্টারের বিরুদ্ধে মামলা

যমুনা টেলিভিশনের এক উপস্থাপক ও এক রিপোর্টারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে চট্টগ্রাম আদালতে। ১৫ জুন সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিট্রেট কুদরত এলাহীর আদালতে মানহানি ও তথ্য প্রযুক্তি আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা দুটি করেন যথাক্রমে প্রাক্তন পরিবেশ ও বনমন্ত্রী এবং রাক্সগুনিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদের একান্ত সহকারী এনায়েতুর রহিম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন।

মামলার আসামিরা হলেন- যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন ৩৬০০ ডিগ্রী নামক অনুষ্ঠানের ইনভেস্টিগেশন সেলের রিপোর্টার সাজ্জাদ পারভেজ এবং অনুষ্ঠানের উপস্থাপক মীর আহসান। আদালত মামলা দুটি গ্রহণ করে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলাটি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করতে রাক্সগুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া মানহানির মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল কুমার নাথ।



মন্তব্য চালু নেই