চট্টগ্রামে হোটেল থেকে ২৭ তরুণ-তরুণী আটক

সোমবার চট্টগ্রামের বিনোদন কেন্দ্র খ্যাত ফয়’স লেক এলাকায় কয়েকটি হোটেল রেস্তোরায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আটককৃতদের মধ্যে ১২জন তরুণী এবং ১৫জন তরুণ।

সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডলের নির্দেশে এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন সিএমপির চান্দগাঁও জোনের উপ-কমিশনার পরিতোষ ঘোষ।

এ ব্যাপারে পরিতোষ ঘোষ বলেন, ফয়েস লেক এলাকায় মিনি চাইনিজ, কুলিং কর্নার, হোটেল ও ফাস্টফুডের দোকানগুলোতে ছোট ছোট কক্ষ বানিয়ে অসামাজিক কার্যকলাপ করার সুযোগ করে দিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ৫০/১০০ টাকার নাস্তা খাওয়ার বিনিময়ে এসব ঘুপচি কক্ষে প্রবেশ করে একে অপরের ঘনিষ্ট হওয়ার সুযোগ নিচ্ছে। এই পরিস্থিতিতে এ সব হোটেলে অভিযান চালিয়ে অপ্রীতিকর অবস্থায় ২৭ তরুণ-তরুণীকে আটক করেছি। ঘুপচি কক্ষ তৈরি করে ব্যবসা চালানো এ সব হোটেলের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। হোটেলের ভেতর ঘুপচি অন্ধকার কক্ষগুলোও ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ দিকে আটককৃত সবাই স্কুল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। পরে তাদের অভিভাবকদের ডেকে এনে প্রথমবারের মত সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই