চট্টগ্রামে বিএনপির নির্বাচন বর্জন

ভোট কারচুপি, জাল ভোট, অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম। রাজনীতি থেকে অবসরের ঘোষনাও দেন তিনি। ভোটচলাকালীন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ ঘোষনা দেন। একই সাথে চট্টগ্রামের এ নির্বাচন প্রত্যাখান করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এর আগে সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোট সুষ্ঠু হচ্ছে না বলে অভিযোগ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম।

সকাল ৯টা ৩৯ মিনিটে উত্তর কাট্টলী হাজী দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম নিজের ভোট দেন।
এরআগে তিনি তাহ্‌রিয়া হাফেজিয়া এতিমখানার পাশে অবস্থিত তার বাবা-মার কবর জিয়ারত করেন।
ভোট দেয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তখন তিনি জানান, আপনারা এসব বিষয় পত্রিকায় লিখে দেন। আর আমি পরে এসব ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো।



মন্তব্য চালু নেই