চট্টগ্রামে পূবালী ব্যাংকের অর্ধকোটি টাকা গায়েব

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শাখা পূবালী ব্যাংকের অর্ধকোটি টাকা রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগরী থেকে টাকা উত্তোলন করে মাইক্রোবাস যোগে এই বিপুল পরিমাণ টাকা পরিবহন করে সীতাকুণ্ড নিয়ে যাওয়ার সময় এই টাকা উধাও হয়ে গেছে বলে ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ বলেছে ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, সীতাকুণ্ড পূবালী ব্যাংকের ৫০ লাখ টাকা রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি।
ব্যাংক কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, দুপুরে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে পূবালী ব্যাংকের শাখা থেকে ৫০ লাখ টাকা নিয়ে মাইক্রোবাসে করে সীতাকুণ্ড শাখায় যায়। সেখান থেকে আরো ৮১ লাখ টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তারা আবারও চট্টগ্রামের আগ্রাবাদে আসার পথে ৫০ লাখ টাকার বস্তাটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়।
ব্যাংক কর্মকর্তাদের দাবি, চলন্ত অবস্থায় মাইক্রোবাসের পেছনের দরজা খুলে কেউ ৫০ লাখ টাকার বস্তাটি নিয়ে গেছে।
তবে ব্যাংক কর্মকর্তাদের এই দাবি রহস্যজনক মনে করছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান।
মন্তব্য চালু নেই