চট্টগ্রামে পাহাড় ধসে চাপা পড়েছে ২ ভবন

চট্টগ্রাম নগরীর খুলশী থানার বাঘঘোনা এলাকায় পাহাড় ধসে দুটি পাকা ভবন মাটির নিচে চাপা পড়ে গেছে।

রোববার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিক কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পাহাড় ধসে মাটিচাপা পড়া ভবনের মধ্যে একটি একতলা ভবন সম্পূর্ণ এবং একটি পাঁচতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলা পর্যন্ত ঢাকা পড়েছে।

নগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (পাঁচলাইশ) দীপক জ্যোতি খাসী বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারি উপ পরিচালক জসিম উদ্দিন জানান, খুলশী থানার বাঘঘোনা এলাকায় একটি পাহাড়ের মাটি ধসে দুটি পাকা ভবনকে চাপা দেয়। এতে একতলা ‘আকতার ভবন’ সম্পূর্ণ ও পাঁচতলা ‘কানন ভবনের’ প্রথম ও দ্বিতীয় তলা সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়ে। এছাড়া পাশের ইসমাইলের ভবনটি হেলে পড়েছে এই দুটি ভবনের উপর।

তিনি বলেন, ‘টানা বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে অবস্থিত এ তিনটি ভবনে পাহাড়ের মাটি ধসে পড়েছে। এরমধ্যে দুটি ভবনে একতলা ও দু’তলা সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়েছে। তবে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।’

নগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (পাঁচলাইশ) দীপক জ্যোতি খাসী বলেন, ‘পাহাড় ধসে মাটির নিচে ভবন চাপা পড়ায় তাৎক্ষণিক কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পাঁচতলা ভবনসহ এই তিন ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।’



মন্তব্য চালু নেই