চট্টগ্রামে আ.লীগ সমর্থিত প্রার্থী নাসির
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রামে মেয়র পদে নগর শাখার সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার সন্ধ্যায় ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে এ বিষয়টি চুড়ান্ত করা হয়। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থী চুড়ান্ত করতে গণভবনে বৈঠক ডাকেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৈঠক শেষে দলের সভাপতিমণ্ডলির প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন বলেন, “আ জ ম নাসিরকে সর্বসম্মতভাবে মেয়র প্রার্থী করা হয়েছে। সবাইকে একসঙ্গে তার হয়ে কাজ করতে বলেছেন নেত্রী।
এর আগে গতকাল গণপূর্তমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার সন্ধ্যায় গণভবনে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলীয় সভাপতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে।
এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বৈঠকে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী চুড়ান্ত হতে পারে।
মন্তব্য চালু নেই