ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন শাহবাগ থানার পুলিশ

শনিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে বান্ধবীসহ আড্ডা দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র রিয়াদ। এসময় শাহবাগ থানার এএসআই শ্যামল দত্ত রিয়াদের মোবাইল নম্বর নিয়ে নেন।

গত রোববার দিনের বেলায় বেশ কয়েকবার রিয়াদকে ফোন দেন শ্যামল দত্ত। এসময় রিয়াদের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। তা না হলে রিয়াদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন শ্যামল। উপায় না পেয়ে কৌশলি হন রিয়াদ। টাকা দিতে রাজি হন তিনি। তবে টাকা নিতে শ্যামলকে টিএসসিতে আসতে বলেন রিয়াদ। রাতে টাকা নিতে এলে রিয়াদ তার বন্ধুদের সহযোগিতায় তাকে ধরে প্রক্টরের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শ্যামলকে তাৎক্ষনিকভাবে শাহবাগ থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। ডিসি অফিস থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই