ঘুম পাড়াবে মোবাইল ফোন
আগে মা, খালারা তাদের সন্তানদের ঘুম পাড়াতেন গান শুনিয়ে। আর বড়েদের যারা ঘুমের সমস্যায় ভুগতে তারা ঘুমানোর জন্য কখনও সেবন করতে ওষুধ। অথবা নানা কলা কৌশলের আশ্রয় নিতেন। এবারে আর এ সবের কিছুরই প্রয়োজন পড়বে না। ঘুম পাড়াতে স্মার্টফোনই যথেষ্ট। বিজ্ঞানীরা এবার এমন একটি অ্যাপস তৈরি করছেন, যা স্মার্টফোনে ব্যবহার করলে ব্যবহারকারীদের সহজেই ঘুমিয়ে পড়তে সহায়তা করবে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘মাই স্লিপ বাটন’ নামক একটি বিশেষ অ্যাপ তৈরি করছে। গবেষকরা জানান, বিছানায় ঘুমোতে গেলে মাথার মধ্যে একের পর একটা চিন্তার বিষয় ঘুরপাক খায়, কিন্তু এই বিশেষ অ্যাপ ওইসব চিন্তাগুলোকে সরিয়ে দিয়ে মাথাকে চিন্তামুক্ত করে নিয়ে যাবে ঘুমের রাজ্যে।
‘কগনিটিভ শাফল’ নামে বিজ্ঞানের একটি শাখায় মন এবং এর ক্রিয়াকলাপ সম্পর্কে প্রদত্ত তত্ত্ব এ অ্যাপটি উদ্ভাবনে ব্যবহার করা হয়েছে।
অ্যাপটি ব্যবহারকারীদের বিভিন্ন বস্তু দ্রুত অনুধাবন করতে সহায়তা করবে। যেমন: অ্যাপটি ভিজ্যুয়ালি কোনো বস্তু বা দৃশ্য ভাবতে সাহায্য করবে, যা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়বে ব্যবহারকারী।
মন্তব্য চালু নেই