ঘাতক নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনজীবী নিয়োগ

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ম স্বীকৃত খুনি কানাডায় পলাতক আসামি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ সরকার।’ শনিবার কানাডা প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা যেন বিদেশের মাটিতে মাথা উঁচু করে থাকতে পারে আওয়ামী লীগ সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এর আগে শুক্রবার দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে কানাডা। সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এ বৈঠক হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

বাংলাদেশে সর্বোচ্চ আদালত থেকে মৃত্যুদ- পাওয়া নূর চৌধুরী দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন। সে দেশে তিনি রাজনৈতিক আশ্রয় চাইলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। তবে মৃত্যুদ-েরবিরোধী কানাডা এই দ- পাওয়া নূর চৌধুরীকে বাংলাদেশে হস্তান্তরে এতদিন অস্বীকৃতি জানিয়েছিল দেশটি।



মন্তব্য চালু নেই