ঘাটাইলে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ

সারাদেশে টানা ১৫ দিনের তীব্র তাপদাহে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সর্বত্রই জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
পশুপাখি এই তীব্র তাপ দাহে হাসফাস করছে কোথাও বৃষ্টির দেখা মিলছে না। মানুষ সুশীতল বাতাসের আশায় গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছে।
বৃদ্ধ মানুষ থেকে শুরু করে ছোটদের গরমজনিত কারনে বাড়ছে জ্বর, কাঁশি, ডায়রিয়া, বমি সহ বিভিন্ন রোগের প্রার্দুভাব। ঘাটাইল উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি হচ্ছে গরমজনিত বিভিন্ন রোগী। বেলা বাড়ার সাথে সাথে রাস্তা-ঘাট মানুষ শূণ্য হয়ে পড়ে একটু ক্লান্তি দূর করার আশায় মানুষ খুজে বেড়াচ্ছে ঠান্ডা খাবার।
এরই মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিতৃষ্ণায় পরিণত হয়েছে। কনফেকশনারী দোকানদারদের তীব্র গরমে কোমল পানীয় বিক্রির হিড়িক পড়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ঘন ঘন লোডশেডিং দেয়া হচ্ছে তীব্র গরমে ঘরের ভিতর মানুষ টিকতে পারছে না। ধান কাটার ভরা মৌসুমে মাঠে প্রচন্ড তাপ থাকার কারনে শ্রমিকরা তারা ভালোভাবে কাজ করতে পারছে না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার শরিফুল ইসলাম স্বপন  জানান তীব্র গরমে আমাদের হাসপাতালে রোগী আসতেছে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে তবে হিটস্ট্রোক এর কোন ঘটনা ঘটেনি। তবে বেশি পরিমাণে স্যালাইন খেতে হবে তবেই শরীর সুস্থ থাকবে।


মন্তব্য চালু নেই