ঘর থাকুক মাকড়শার উপদ্রবমুক্ত

ব্যস্ত জীবনে সবদিক সামলাতে গিয়েই হিমশিম খান, সেখানে প্রতিদিন ঘর গোছানোটা সত্যিই কষ্টের। ঘরের জিনিস এলোমেলো করার কেউ না থাকলেও নাকের ওপর প্রায়ই ঝুলতে থাকে মাকড়সার জাল। ঘুম থেকে উঠে বা সারাদিন অফিস শেষে ঘরে ঢোকার সময় নাকে মুখে মাকড়সার জাল আটকে গেলে বমি করা ছাড়া উপায় থাকে না। ঘরে মাকড়সার বিস্তার মানব শরীরের জন্য বিপদজনক। মাকড়সার লালা শরীরে লেগে চুলকানি-পাচড়া পর্যন্ত হতে পারে। তাই আসুন জেনে নেয়া যাক, অদ্ভুত এই প্রাণীটি ঘর থেকে বিদায় করার উপায়।

ভিনেগার

মাকড়শা দূর করার অন্যতম অস্ত্র হচ্ছে ভিনেগার। ঘরের যেখানে মাকড়শা বিশি চলে বেড়ায় সেসব জায়গায় ভিনেগার ও পানির মিশ্রণ স্প্রে করুন। দেখবেন মাকড়শার উৎপাত একদম কমে যাবে।

পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল

আপনার ঘর মাকড়শা থেকে মুক্ত রাখতে পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল খুবই উপকারী। কিছুদিন আপনার ঘরে এই অয়েল একটা বাটিতে রেখে দেখুন মাকড়শা আর ঘরমুখো হবেনা।

বেকিং সোডা

মাকড়শার অন্যতম অপছন্দের বস্তু হচ্ছে বেকিং সোডা। ঘরের বিভিন্ন জায়গায় সামান্য পরিমাণ বেকিং সোডা রেখে দিন। মাকড়শা ভুলেও আর ঘরে ঢুকবে না।

পরিষ্কার পরিচ্ছন্ন

সবচেয়ে কার্যকরী উপায় হলো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিয়মিত ঘরদোর পরিষ্কার রাখলে এতে মাকড়শা দূর হবে সহজেই।



মন্তব্য চালু নেই