ঘরোয়া কাউন্টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে সারেতে যোগ দিলেন ক্রিস মরিস

এবারের মৌসুমে ঘরোয়া কাউন্টি টোয়েন্টি ২০ চ্যাম্পিয়নশিপে সারের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার ক্রিস মরিস। ইংলিশ কাউন্টি ক্লাব সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিদেশি খেলোয়াড় কোটায় ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন ব্র্যাভোর স্থলাভিষিক্ত হয়েছেন মরিস। জুলাইতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণের কারণে ব্র্যাভো প্রথমদিকে খেলতে না পারলেও শেষ ছয়টি গ্রুপ ম্যাচে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন।

ওভাল ভিত্তিক কাউন্টি ক্লাবটির ওয়েবসাইটে এক বিবৃতিতে মরিস বলেছেন, চলতি বছর সারের হয়ে টি-২০ প্রতিযোগিতায় চুক্তিবদ্ধ হতে পেরে আমি আনন্দিত। ক্যারিয়ারে সবসময়ই আমার বড় লক্ষ্য ছিল কাউন্টিতে খেলার।

সারের ক্রিকেট পরিচালক ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এ্যালেক স্টুয়ার্ট বলেছেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ক্রিসের মেধা সত্যিই প্রশংসার দাবিদার। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভার ও টি-২০ সিরিজে তার ম্যাচ জয়ী দক্ষতা সকলকে মুগ্ধ করেছে। জুলাইতে যখন সে সারেতে যোগ দিবেন নিঃসন্দেহে দলের শক্তিমত্তা বৃদ্ধি পাবে।-বাসস।



মন্তব্য চালু নেই