ঘরে বানিয়ে নিন ফুট ময়েশ্চারাইজার

রুক্ষ্ম শুষ্ক আবহাওয়াতে আপনার সুন্দর দুখানি পায়ের ধকল কিন্তু কম নয়। পাকে ধুলা কাদা সবই মাড়াতে হয়। আর তাই সামান্যতে পায়ের চামড়া শক্ত হয়ে ফাটল দেখা দেয়। শীতের এই মৌসুমে পায়ের ধকল বেড়ে যায় দ্বিগুন। তখন নামিদামি ব্র্যান্ডের নানা ময়েশ্চারাইজার লাগিয়েও পায়ের সৌন্দর্য রক্ষা করা কঠিন হয়। অথচ ঘরে বসে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে আপনিই তৈরি করে নিতে পারেন স্পেশাল ফুট ময়েশ্চারাইজার ক্রিম।

যা যা লাগবে-

পেট্রোলিয়াম জেলি ১ টেবিল চামচ, লেবুর রস আধা চা চামচ, উষ্ণ গরম পানি।

যেভাবে করবেন

পেট্রোলিয়াম জেলি ও লেবুস রস দিয়েই তৈরি হবে আপনার ফুট ময়েশ্চারাইজার। এই দুই উপাদান একসঙ্গে নিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিন। এবার গরম পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে। এবার তোয়ালে দিয়ে পা মুছে মিশ্রণটি ভালো করে পায়ে লাগান। এই ময়েশ্চারাইজার লাগিয়ে আলতো ম্যাসাজ করতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে কাজটি করলে বেশি ভালো হবে। পরদিন সকালে উঠেই পাবেন সুন্দর কোমল এক জোড়া নজরকাড়া আকর্ষণীয় পা।



মন্তব্য চালু নেই