গয়েশ্বরকে গ্রেপ্তারে বিএনপি ডিপফ্রিজে

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘গয়েশ্বরকে গ্রেপ্তার করায় বিএনপির নেতাকর্মীরা এখন ডিপফ্রিজে ঢুকে গেছে। আরেকটা ধরলে বাকিরা আরো গভীর কোনো ফ্রিজে ঢুকে যাবে।’

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ।

কামরুল বলেন, ‘বিএনপি অযথা হরতাল ডেকেছে, যে হরতালে একটি কুকুরও পিকেটিংয়ে নামেনি। রাজনীতি বা আন্দোলন করার মতো শক্তি বিএনপির নেই। সাংবাদিকরাই তাদের বাঁচিয়ে রেখেছে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে আপনারা বিএনপির দিক থেকে একটু মুখ ফিরিয়ে নিন। তাহলে এদের আর কোনো খোঁজ থাকবে না। বিএনপি শুধু একটি কাগুজে সংগঠনে পরিণত হবে।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া গাড়িবহরে লাঠিশোটা নিয়ে হাজিরা দিতে গিয়েছিলেন। তারা পূর্ব পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছেন, যাতে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আর হাজিরা দিতে না হয়।’

এ সময় কামরুল বলেন, ‘আমি একজন আইনজীবী হিসেবে আগাম বলে দিচ্ছি, এই মামলার পরবর্তী তারিখে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে খালেদা হাজিরা দেবেন না বলে আদালতে আগাম দরখাস্ত করবেন।’

আয়োজক সংগঠনের সভাপতি ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই