গয়েশ্বরকে আরো ১০ দিন রিমান্ডে চায় পুলিশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আরো ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ।
মঙ্গলবার দুপুরে তুরাগ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামিকে আদালতে পাঠিয়ে এ রিমান্ড আবেদন করেছেন।
এদিকে এমপি ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তিনদিনের রিমান্ড শেষে গয়েশ্বরকে আদালতে হাজির করা হয়।
এর আগে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গয়েশ্বরকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পর তাকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরে গত বুধবারে এমপি ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার ১০ দিনের রিমান্ড চেয়ে সিএমএম আদালতে হাজির করে ডিবি।
মন্তব্য চালু নেই