গ্লাসের সেতু পাড়ি দিতে রীতিমত অজ্ঞান পর্যটক! (ভিডিও)

চীনে গ্লাস ব্যবহার করে একটি সাসপেনশন ব্রিজ তৈরি করা হয়েছে। হুনান প্রদেশের ইকোপার্কে নির্মিত এ সেতুটি সম্প্রতি খুলে দেয়া হয় দর্শনার্থীদের জন্য। এর নাম দেয়া হয়েছে ‘সাহসী মানুষের সেতু’।

চীনের হুনান প্রদেশের পিংইং কাউন্টির সিনিউজাই জাতীয় ইকোপার্কে নির্মাণ করা হয়েছে ৯৮৪ ফুট দীর্ঘ এই সেতুটি। স্থানীয় দু’টি পাহাড়ের মধ্যে সংযোগকারী এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে সমতল থেকে ৫শ’ ৯১ ফুট উপরে।

প্রাথমিক নকশায় এই ব্রিজটিতে কাঠের পাটাতন ব্যবহার করার কথা থাকলেও পরে তার পরিবর্তে স্বচ্ছ টেম্পারর্ড গ্লাস ব্যবহারের সিদ্ধান্ত নেন প্রকৌশলীরা।

বিশেষ ধরণের জুতা পায়ে দিয়ে এই ব্রিজে উঠতে হয় দর্শনার্থীদের। তবে উচ্চতাভীতি থাকুক আর না থাকুক প্রতিদিন দলে দলে বহু পর্যটক এসে ভিড় করছেন এই সেতুটি দেখতে। সাধারণের চেয়ে প্রায় ২৫ গুণ শক্ত ১ ইঞ্চি পুরু কাঁচ ব্যবহার করা হয়েছে এই ব্রিজটি নির্মাণে। সাহসী মানুষের সেতু নামে পরিচিত চীনের এই ব্রিজটিই এ যাবতকালে নির্মিত সবচেয়ে দীর্ঘ গ্লাস সাসপেনশন ব্রিজ।

তবে এই সেতু ভ্রমণে এসে উচ্চতা ভীতি আছে এমন মানুষেরা বেশ বিপাকেই পড়ছেন। তাদের ভয়ের চিত্র দেখলে আপনিও অবাক হয়ে যাবেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই