গ্রুপ চ্যাট ফিচার চালু করেছে স্ন্যাপচ্যাট

এবার স্ন্যাপচ্যাট চালু করেছে গ্রুপ চ্যাট ফিচার। বন্ধুদের সঙ্গে আড্ডার পরিধি আরও বাড়াতে এটি চালুর করা হয়েছে। এতে করে একসঙ্গে ১৬ জনের সঙ্গে চ্যাট করা যাবে।

আর আপনার পছন্দের ব্যক্তিদের নিয়ে গ্রুপ তৈরি করাও খুব কঠিন না। নতুন বার্তা লেখার সময় বা ছবি আপলোডের সময়ই তৈরি করতে পারবেন গ্রুপ। গ্রুপ চ্যাটের সময় এতে থাকা ব্যক্তিদের নামও দেখতে পাবেন।

এ ফিচারটির সবচেয়ে সুবিধা হচ্ছে বন্ধুদের সঙ্গে বিনিময় করা তথ্যগুলোর গোপনীয়তা বজায় থাকা। কারণ বিনিময় করা বার্তাগুলো ২৪ ঘণ্টার মধ্যেই মুছে যাবে।

সূত্র : ম্যাশেবল



মন্তব্য চালু নেই