গ্যাস আমদানি করা হবে : অর্থমন্ত্রী
‘দেশে গ্যাস আমদানি করা হবে’ উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘২০১৮ সালের পর দেশে গ্যাস নিয়ে কোনো সমস্যা হবে না। তখন সংশ্লিষ্ট শিল্পের বিকাশ ঘটবে।’ বুধবার বিকেলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আরও বেশি দৃষ্টি দেওয়া উচিত। এই খাতে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’
সিলেটে শিল্পায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সব পরিকল্পনার বাস্তবায়িত হয় না।’
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবির, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেটের ডিআইজি কামরুল আহসান, এসএমপি’র কমিশনার গোলাম কিবরিয়াসহ আরো অনেকে।
এর আগে সিলেট চেম্বারের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নগরীর জেলরোডের চেম্বার কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি একই স্থানে ফিরে আসে।
মন্তব্য চালু নেই