গ্যাসের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ
রাজধানীর কাফরুলে গ্যাস থেকে ছড়ানো আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- এস এম দেলোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী সালেহা (৪০), তাদের দুই মেয়ে আমেনা (২৫) ও ফাতেমা (১২), ছেলে জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)।
শনিবার রাত দেড়টার দিকে কাফরুলের পূর্ব সেনাপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে গ্যাসের পাইপ ছিদ্র ছিল। ঘরে কেউ অসতর্কভাবে সিগারেট ধরালে সেখান থেকে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং এক শিশুসহ ছয়জনকে উদ্ধার করে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক ফাঁড়ি পুলিশ জানিয়েছে, আহতরা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ বলেছে আগুনে আহতদের শরীরের ২৫ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।
মন্তব্য চালু নেই