গ্যালাক্সি জে সিরিজের দুটো স্মার্টফোন আনছে স্যামসাং
স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের নতুন দুইটি স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে বলে তথ্য ফাঁস হয়েছে। এক প্রতিবেদনে জানানো হয়, গ্যালাক্সি জে৫ এবং জে৭ মডেলের দুটো মোবাইল বাজারে আসবে।
গ্যালাক্সি জে৫ এর ৫ ইঞ্চি পর্দায় রয়েছে ৭২০x১২৮০ রেজ্যুলেশন। স্ন্যাপড্রাগন ৪১০ সোসি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর মটোরলার মোটো ই (সেকেন্ড জেনারেশন) মডেলে ব্যবহার করা হয়েছিল। ১.৫ জিবি র্যাম থাকছে এতে। অভ্যন্তরে ৮ জিবি স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে। এর পেছনে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা আর সামনেরটি ৫ মেগাপিক্সেল।
ওদিকে, জে৭ আরো বড় আকার নিয়ে আসবে। এর ৫.৫ ইঞ্চি পর্দায় একই রেজ্যুলেশন থাকছে। অক্টাকোর মার্ভেল পিএক্সএ১৯৩৬ চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে এতে ২ জিবি র্যাম দেওয়া হতে পারে। এর ব্যাটারি হবে ৩০০০ এমএএইচ শক্তির। ক্যামেরা জে৫ এর মতোই দেওয়া হবে এতে।
দুটো স্মার্টফোনেই ললিপপ ৫.১ দেওয়া হবে। সূত্র : ডিএনএ ইন্ডিয়া
মন্তব্য চালু নেই