গ্যালাক্সি জে৭ প্রাইম আনল স্যামসাং

দেশের বাজারে গ্যালাক্সি জে ৭ প্রাইম নামের একটি স্মার্টফোন আনল স্যামসাং। এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, এইচডি ডিসপ্লে, ৩ গিগাবাইট র‌্যাম, পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শমেলো।

স্যামসাংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জে সিরিজে গ্যালাক্সি জে৭ প্রাইম নতুন একটি মডেল। এর আগের মডেলের চেয়ে এর পার্থক্য ধরা যাবে আকর্ষণীয় স্টাইলিশ মেটাল ইউনিবডি, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতের সমন্বয় ও হোমবাটনে ফিঙ্গার প্রিন্ট সেন্সরে। জে ৭ প্রাইমের দাম ২৩ হাজার ৯০০ টাকা। ছয় মাসের কিস্তিতেও এটি কেনা যাবে।

স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, ‘জে সিরিজ নিয়ে অসাধারণ সাড়া পেয়েছি। আশা করি, জে ৭ প্রাইম গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন এক মাত্রা দেবে।’ প্রথম আলো



মন্তব্য চালু নেই