গৌরনদীতে মাছ চাষীদের দিনব্যাপী সমাবেশ

উন্নত ও আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের নার্সারী পোনার দানাদার খাবারের কার্যকারীতার ওপর রবিবার সকালে মাঠ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী মাছ চাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার গৌরনদী উপজেলার আর্দশ ও ডিজিটাল ইউনিয়নখ্যাত মাহিলাড়ার বছার গ্রামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সফল চাষী মো. আব্দুল মালেক।

মাহিলাড়ার কৃষক সংগঠন এফবিজির আয়োজনে আইডিই বাংলাদেশ প্রুফস প্রকল্প ও ফিসটেক বিডি লিমিটেডের যৌথ সহযোগীতায় বছার গ্রামের চাষী সবুজ সরকারের বাড়িতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ফিসটেক বিডির গবেষণা ও উন্নয়ন প্রজেক্টের পরিচালক মো. তারেক সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, মো. সোহরাব হোসেন, হানিফ আকন। বক্তব্য রাখেন ফিসটেকের সহকারি পরিচালক রাফিউল হাসান চৌধুরী, প্রুফস প্রকল্পের ফিল্ড টিম লিডার জাকির হোসেন, মো. আসাদুজ্জামান, রিয়াজুল হক সবুজ, চাষী সবুজ সরকার, বিপুল দাস প্রমুখ।

শেষে দুটি পুকুরে প্রয়োগকরা মাছ চাষের নার্সারী পোনার দানাদার খাবারের কার্যকারীতার গুনগত মান যাচাই করা হয়। এতে ওই দুটি পুকুরে দানাদার খাবারের শতভাগ সফলতা স্বচক্ষে চাষীদের সামনে তুলে ধরা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ইউনিয়নের তিন শতাধিক চাষী অংশগ্রহণ করেন। সবশেষে সফল চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই