গোসল করেতে গিয়ে লাশ হয়ে বাড়ী ফিরল সুমন

কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউপির নয়ালখাল গ্রামের এক শিশুর লাশ শুক্রবার দুপুরে নদী থেকে উদ্ধার হয়েছে।
নয়ালখাল গ্রামের মোঃ জব্বার আলীর পুত্র সুমন (১৩) ও তার ২ বন্ধু ৩ সেপ্টেম্বর বিকালে বাড়ীর পাশে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গেলে স্রোতের টানে তারা নিখোঁজ হয়। ডুবরী ও স্থানীয় লোকজন খোঁজাখোঁজি করে তার বন্ধু জাহাঙ্গীর (১২) ও খাইরুলকে (১৩) নদী থেকে উদ্ধার করে। সুমন উদ্ধার না হওয়ায় নীলফামারী দলকল বাহিনী ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা শুরু করলে শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার হয়।



মন্তব্য চালু নেই