গোলাম আযমের কথা বন্ধ

যুদ্ধাপরাধে ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত গোলাম আযম কথা বলতে চেষ্টা করছেন। কিন্তু তার কথা বের হচ্ছে না। কণ্ঠে আওয়াজ নেই। তিনি অনেক দুর্বল হয়ে পড়েছেন। হাত-পা নাড়াচাড়া করতে চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তার রক্তচাপ অনেক লো বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহ-হিল আমান আজমী গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হাসপাতালের প্রিজন সেল থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বুধবার বিকাল থেকে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন গোলাম আযম দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছেন। গত ২ সেপ্টেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ৯০ বছর কারাদণ্ড দেন। বয়স ও অসুস্থতা বিবেচনায় রায়ের পর থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে। –



মন্তব্য চালু নেই